আ.লীগের ১৪টি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।
শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শামীম হক বলেন, স্বতন্ত্র প্রার্থী একে আজাদ ও তার সমর্থকরা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে ফরিদপুর সদরের প্রায় ১৪টা স্থানে নৌকার নির্বাচনী অফিস পোড়ানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থী শুধুমাত্র আমার নেতাকর্মীদের নয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও একের পর এক মামলা করার হুমকি দিচ্ছেন। এছাড়াও মিথ্যা প্রপাগান্ডা ও গুজব ছড়ানোর মাধ্যমে একে আজাদ ও তার সমর্থকরা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছে।
শামীম হক, নির্বাচনের সঙ্গে সংশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ গুজব ও মিথ্যা প্রচারকারীদের প্রতি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ, ঈশান গোপালপুরের ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ নির্বাচনী পরিবেশ ও আওয়ামী লীগ নেতাদের অব্যাহতি নিয়ে সংবাদ সম্মেলন ডাকেন তার নিজস্ব বাসভবনে। সেখানে তিনি আওয়ামী লীগের প্রার্থীর প্রতি অভিযোগ করে বলেন, শামীম হক নিজেই নিজের সমর্থকদের দিয়ে তার ক্যাম্প পুড়িয়ে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য এসব করছে।
জহির হোসেন/এমএএস