জয়পুরহাটে নারীর তুলনায় বেশি বেড়েছে পুরুষ ভোটার

জয়পুরহাটে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৭৩ হাজার ১৫৬ জন। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটার বেশি হলেও গত পাঁচ বছরে নারীর চেয়ে পুরুষ ভোটার বৃদ্ধি পাওয়ার সংখ্যা বেশি। তবে পুরুষের চেয়ে নারী ভোটার বেড়েছে জয়পুরহাট-১ আসনে। আর কম জয়পুরহাট-২ আসনে। গড়ে ভোটার বৃদ্ধির দিক দিয়ে নারীর চেয়ে এগিয়ে রয়েছে পুরুষ ভোটার। জয়পুরহাট জেলা নির্বাচন কমিশনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার হালনাগাদ হিসেবে এসব তথ্য উঠে এসেছে।
জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার মো. ফজলুল করিম ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্য বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৬৯৯ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ৭ লাখ ৬ হাজার ৫৪৩ জন। সে তুলনায় গত পাঁচ বছরে এ জেলায় ভোটার বেড়েছে ৭৩ হাজার ১৫৬ জন। আসন ভিত্তিক ভোটার হিসাব করলে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে ৪ লাখ ৪৩ হাজার ৭২৭ জন এবং জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে ৩ লাখ ৩৫ হাজার ৯৭২ জন ভোটার রয়েছে।
জয়পুরহাট-১ আসনে দুইটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে মোট ভোটার ছিল ৩ লাখ ৯৯ হাজার ২৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ২৪৫ জন ও নারী ভোটার ২ লাখ ৮৫ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটির ৪ লাখ ৪৩ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ২১ হাজার ৪৪ জন, নারী ২ লাখ ২২ হাজার ৬৭৭ জন ও তৃতীয় লিঙ্গের ৬ জন রয়েছে। সে তুলনায় গত পাঁচ বছরে এই আসনে পুরুষ ভোটার বেড়েছে ২১ হাজার ৭৯৯ জন ও নারী ভোটার ২২ হাজার ৫৯২ জন। এই সময়ে পুরুষের চেয়ে নারী ভোটার এই আসনটিতে বেড়েছে। এসব ভোটাররা ১৫১টি কেন্দ্রের ৯৮৬টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। আসনটিতে অস্থায়ী ভোটকেন্দ্র না থাকলেও ১০২টি অবস্থায়ী ভোটকক্ষ রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ৪৪ হাজার ৪৮২ জন ভোটার বেড়েছে।
তিনটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে জয়পুরহাট-২ আসন গঠিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে মোট ভোটার ছিল ৩ লাখ ৭ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫১ হাজার ৫০৭ জন ও নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৭৯১ জন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৩৫ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৬ হাজার ৫৯০ জন, নারী ১ লাখ ৬৯ হাজার ৩৮১ জন ও তৃতীয় লিঙ্গের একজন রয়েছে। সে তুলনায় গত পাঁচ বছরে আসনটিতে পুরুষ ভোটার বেড়েছে ১৫ হাজার ৮৩ জন ও নারী ভোটার ১৩ হাজার ৫৯০ জন। এই সময়ে এই আসনটিতে নারীর চেয়ে পুরুষ ভোটার বেড়েছে। আসনটির ভোটাররা ১০৩টি কেন্দ্রের ৭৩৮টি কক্ষে ভোট প্রয়োগ করতে পারবেন। এই আসনেও অস্থায়ী ভোট কেন্দ্র নেই। তবে অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৫২টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ২৮ হাজার ৬৭৪ জন ভোটার বেড়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামছুল আলম দুদু নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ১৯ হাজার ৮২৫ ভোট পেয়ে স্বতন্ত্র ডাব প্রতীকের প্রার্থী আলেয়া বেগমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ডাব প্রতীকের প্রার্থী আলেয়া বেগম পেয়েছিলেন ৮৪ হাজার ২১২ ভোট। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিনেই বাদ পড়েন আলেয়া বেগম।
জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২৮ হাজার ৭৩০ ভোট পেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু ইউসুফ মো. খলিলুর রহমান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছিলেন ২৬ হাজার ১২০ ভোট।
চম্পক কুমার/আরকে