হবিগঞ্জে হার্ডলাইনে আ.লীগ, দুই বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির কাছে হেরে যাওয়ার পর হার্ডলাইনে জেলা আওয়ামী লীগ। এবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য মাধবপুর পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. মুসলিম এবং মাধবপুর পৌর আওয়ামী লীগের সদস্য পঙ্কজ সাহাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতির পাশাপাশি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্যও কেন্দ্রীয় কমিটির নিকট চিঠি পাঠিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ছিল দ্বিতীয় ধাপের পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি মাধবপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী দুই বিদ্রোহী প্রার্থীকে দল অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী শাহ মো. মুসলিম বলেন, আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছি। পৌরসভার জনগণ আমার সঙ্গে আছে। আমি দীর্ঘদিন যাবত পৌরসভার উন্নয়নে ভূমিকা রেখে আসছি। আমি পদত্যাগ করায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান সহ-সভাপতি আব্দুর রাজ্জাক।
অপর বিদ্রোহী প্রার্থী পঙ্কজ কুমার সাহা বলেন, আমি যাতে দলীয় মনোনয়ন না পাই সেজন্য একটি পকেট কমিটি করা হয়েছে। সেই পকেট কমিটিতে আমাকে রাখা হয়নি। কীভাবে তারা আমাকে দল থেকে অব্যাহতি দিয়েছে তা আমার বোধগম্য নয়। আমি আশাবাদী জনগণ আমাকে মূল্যায়ন করবে।
আরএআর