নৌকায় জাল ভোট দেওয়ার চেষ্টা, আটক দুই

গাইবান্ধা-৫ আসনের সাঘাটার উপজেলার একটি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার নশিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক দুই যুবকের নাম শিমুল (২০) ও সৌরভ (২০) বলে জানা গেছে।
তারা নৌকা প্রতীকে জাল ভোট দিতে আসেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে নশিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ভোট গ্রহণ চলাকালে দুপুর ১২ টার দিকে ওই দুই যুবক জাল ভোট দেওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হওয়ায় তাৎক্ষণিক কেন্দ্রে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবগত করা হয়। পরে তার নির্দেশে পুলিশ ওই দুই যুবককে আটক করে। আটক দুজনের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
রিপন আকন্দ/এমটিআই