পাঁচবারের এমপি শম্ভুর হার, প্রথমবারেই বাজিমাত টুকুর

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী গোলাম সরোয়ার টুকু। তিনি ৬১ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. রফিকুল ইসলাম এ ফল ঘোষণা করেন।
বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ সংসদীয় আসন গঠিত। এ আসনে সাতবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পাঁচবারই সংসদ সদস্য নির্বাচিত হন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তবে এবার তাকে হারতে হয়েছে নিজ দলীয় মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর কাছে। এছাড়া, শম্ভু তার নিজ দলীয় আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানের থেকেও পেয়েছেন কম ভোট।
এ আসন থেকে এবার ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু ভোট পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান কাঁচি প্রতীকে ভোট পেয়েছেন ৫৭ হাজার ৮৭৪টি। আওয়ামী লীগের নৌকা প্রতীকে পাঁচবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবার ভোট পেয়েছেন ৫৪ হাজার ১৬৮টি।
এ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন ১০ জন। এদের মধ্যে ছয়জন বিভিন্ন দলের মনোনীত প্রার্থী এবং বাকি চারজন স্বতন্ত্র প্রার্থী হয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করেন।
মো. আব্দুল আলীম/কেএ