ব্যক্তিগত সহকারীর কাছে হেরে গেলেন মঞ্জু

পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে হেরে গেলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের প্রার্থী জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু (নৌকা)। এ আসনে ঈগল প্রতীক নিয়ে ৯৯ হাজার ২৬৮টি ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৬৮১ ভোট।
রোববার রাত পৌনে ১১টার দিকে বেসরকারিভাবে ফল ঘোষণা করে মহিউদ্দিন মহারাজকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
জানা গেছে, ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আনোয়ার হোসেন মঞ্জু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালে তার ব্যক্তিগত সহকারী (এপিএস) ছিলেন মহিউদ্দিন মহারাজ। এ আসনে আনোয়ার হোসেন মঞ্জু সাতবারের সংসদ সদস্য ছিলেন।
মহাজোটের শরিক হিসেবে এই আসনটি ২০০৮ সালের নির্বাচন ছাড়া প্রতিবারই আওয়ামী লীগ মঞ্জুকে ছেড়ে দিয়ে আসছে। টানা ১৪ বছর মন্ত্রী ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
পিরোজপুর-২ আসনের তিন উপজেলার মধ্যে ভান্ডারিয়াতে আনোয়ার হোসেন মঞ্জু (নৌকা) পেয়েছেন ২৬ হাজার ৬১ ভোট। আর মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ৪০ হাজার ৬০৭ ভোট। এই উপজেলায় ১৪ হাজার ৫৬৪ ভোট বেশি পান মহারাজ।
নেছারাবাদ উপজেলায় ঈগল প্রতীক নিয়ে মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ৪৫ হাজার ৮৪৭ ভোট। আর নৌকা নিয়ে জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৩৪ হাজার ৩৯৮ ভোট। এখানে নৌকার থেকে ঈগল বেশি পেয়েছেন ১১ হাজার ৪৪৯ ভোট।
কাউখালী উপজেলায় মহারাজ পেয়েছেন ১৩ হাজার ২৭০ ভোট অন্যদিকে মঞ্জু পেয়েছেন ৯ হাজার ৮৭৪ ভোট। এ উপজেলায় মঞ্জুর থেকে ঈগল প্রতীক নিয়ে মহারাজ প্রায় সাড়ে তিন হাজার ভোট বেশি পেয়েছেন।
শাফিউল মিল্লাত/কেএ