কুড়িগ্রামে আগুনে ব্যবসায়ীদের ৩০ লাখ টাকার ক্ষতি

কুড়িগ্রাম সদরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার মোগলবাসা ইউনিয়নের সাতকুড়ার পাড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে আফজাল পিয়নের মুদির দোকানে বৈদ্যুতিক তারে আগুন লাগে। পরে সেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। বাতাস বেশি থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। এতে পার্শ্ববর্তী শামছুল আলমের টাইলসের দোকান, নুর আলমের কাপড়ের দোকান, হোসেন আলীর সারের দোকান, শাহীন আলমের হোটেলসহ ডা. রফিকুল ইসলামের ফার্মেসি আগুনে পুড়ে যায়।
মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দোকানগুলোতে আগুন লাগে। দোকানগুলো টিনশেডের হওয়ায় আগুন সহজে অন্য দোকানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের (সিভিল ডিফেন্স) উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন রায় বলেন, দেরিতে খবর পাওয়ায় আমরা পৌঁছানোর আগেই দোকানপাটগুলো আগুনে ভস্মীভূত হয়।
জুয়েল রানা/এসপি