খুলনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে খুলনা-৪ ও খুলনা-৫ আসনের দুই স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা, লুটপাট ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ তোলা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা অভিযোগ করেন, নির্বাচনে অর্থ ব্যয়ের নীতিমালা ভঙ্গ করে বিজয়ী প্রার্থী বিপুল অর্থ ব্যয় করে এবং ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছে। গত ৪ জানুয়ারি থেকে নির্বাচনের দিন পর্যন্ত বিপুল অর্থ ব্যয়ে ভোট ক্রয় এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সরকারের বিভিন্ন নাগরিক সুরক্ষা ও নিরাপত্তা সেবাকে পাওয়া ও না পাওয়ার ভীতি প্রদর্শন করে জনগণের ভোটদানের আকাঙ্ক্ষাকে পরিবর্তন করতে সমর্থ হয়েছে।
তিনি বলেন, ভোট কেনা-বেচার রাজনীতিকে খুলনা-৪ আসনে নির্বাচনী নীতিমালা অনুযায়ী কার্যকর করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। হাইকোর্ট থেকে আমার মনোনয়ন সঠিক বিবেচিত হওয়ার পর থেকে আমার কর্মী-সমর্থকদের প্রতি আব্দুস সালাম মুর্শেদীর নেতাকর্মীরা যে হুমকি, হামলা করেছে, সে ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বিজয়ী মুর্শেদীর হামলা নির্যাতন থেকে রক্ষায় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল খোকন, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, ড. এটিএম মঞ্জুর মোর্শেদ, হুমায়ূন কবির বরি উপস্থিত ছিলেন।
অপর এক সংবাদ সম্মেলনে খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন অভিযোগ করেন, নির্বাচনের পর বিজয়ী সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দের বাহিনী তার এজেন্ট কর্মী ও সমর্থকের ওপর বর্বরোচিত হামলা, ভাঙচুর, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শন করেছে। নির্বাচনে ডুমুরিয়ার গুটুদিয়া কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভোটার উপস্থিতি কমানো হয়েছে। যে কারণে আমার পরাজয় হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগের রাতে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ৭৩টি বোমা জামায়াত-বিএনপির নাম করে ফাটানো হয়েছে। আল্টিমেটলি আমরাতো কাউকে ধরতে পারিনি, তবে এর পিছনে অনেক কলকাঠি আছে বলে আমার মনে হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডুমুরিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খোকন ও এবিএম শফিকুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন, সাবেক অতিরিক্ত সচিব সর্দার ইলিয়াস হোসেন প্রমুখ।
মোহাম্মদ মিলন/এএএ