বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নেত্রকোণায় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশরাফুল ইসলাম (২২) দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
দুর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ছানোয়ার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, নোয়াপাড়া এলাকায় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে বালু তোলা হচ্ছিল। রাতে পাশ দিয়ে আশরাফুল মোটরসাইকেল চালিয়ে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে ঝানজাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় আরেকটি বালুবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আশরাফুল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মো. জিয়াউর রহমান/এএএ