পরিচয় জানার পর দুটি মোবাইল ফেরত দিয়ে সব নিয়ে গেল ডাকাতরা

সড়কে গাছ ফেলে দীপ্ত টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের হাত-পা ও মুখ বেঁধে মোটরসাইকেল ও টাকা লুটে নিয়েছে একদল ডাকাত। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাঝুখান-মাটিকাটা আঞ্চলিক সড়ক দিয়ে বাড়ি থেকে উপজেলার সুত্রাপুর এলাকায় যাওয়ার পথে মাটিকাটা খালের ওপর ব্রিজের পশ্চিম পাশে সড়কের ওপর গাছ ফেলে ৬/৭ জনের একদল ডাকাত সড়কে ব্যারিকেড তৈরি করে। পরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে সড়কের পাশে ক্ষেতে নিয়ে নিয়ে হাত-পাঁ ও মুখ বেঁধে ফেলে রাখে।
এসময় ডাকাত দলের সদস্যরা আমার ব্যাগ তল্লাশি করে দীপ্ত টেলিভিশনের লোগো সম্বলিত মাইক্রোফোন দেখতে পেয়ে সাংবাদিক পরিচয় নিশ্চিত হলে দুটি মোবাইল ফেরত দেয়। কিন্তু আমার ব্যবহৃত হ্যালমেট, পকেটে থাকা ৮ হাজার টাকা, মোটরসাইকেল ও মোটরসাইকেলে থাকা কাঁচাবাজার লুট করে পালিয়ে যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর হাত-পা, মুখের বাঁধন খুলে সড়কে এসে স্থানীয়দের সহায়তায় বাড়ি ফিরে যাই। পরে সকালে এসে কালিয়াকৈরে থানায় একটি অভিযোগ দায়ের করি।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে মোটরসাইকেল উদ্ধার করে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারবো।
শিহাব খান/এমএএস