বান্দরবানে বেড়েছে শীতের প্রকোপ, ভোগান্তিতে জনসাধারণ

কনকনে শীতের প্রভাব পড়েছে পার্বত্য জেলা বান্দরবানে। জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল।
তীব্র শীতের কারণে অসুবিধায় পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ। শীতের কারণে দিনের অনেকটা সময় সূর্যের দেখা মিলছে না। বিশেষ করে সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী জনসাধারণের ভোগান্তি একটু বেশি।
এদিকে শীতের প্রভাবে ক্রেতা বেড়েছে বিদেশি ব্রান্ডের পুরাতন কাপড়ের দোকানে, জেলার পুরাতন কাপড়ের ডিলার আবু তাহের জানালেন শীত বৃদ্ধির কারণে সব শ্রেণি পেশার মানুষের কাছে পছন্দের তালিকায় আছে এই বিদেশি ব্রান্ডের পুরাতন কাপড়। এক থেকে ৩শ টাকার মধ্যেই পেয়ে যাবেন ভালো মানের শীতবস্ত্র।
জেলা আবহাওয়া অফিস বলছে, আগামী আরও কয়েকদিন কনকনে শীত ও ঘন কুয়াশা অব্যাহত থাকবে জেলা সদরসহ ৬টি উপজেলায়।
আরকে