মডেল মসজিদ নির্মাণকাজে বাধা, একজনের কারাদণ্ড

বরগুনা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণকাজে বাধা দেওয়ায় দিলিপ সরকার (৪০) নামের একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।
রোববার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত দিলিপ সরকার বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ডিকেপি রোড এলাকার অতুল সরকারের ছেলে।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, সদর উপজেলা পরিষদ সংলগ্ন নির্ধারিত স্থানে মডেল মসজিদ নির্মাণের কাজ চলছিল। এসময় ওই জমি নিজেদের দাবি করে নির্মাণকাজে বাধা দেন দিলিপ সরকারসহ আরও কয়েকজন। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হলে জমি দাবির পক্ষে কাগজপত্র দেখতে চান। তাবে এসময় কাগজপত্র দেখাতে না পারায় দিলিপ সরকারকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, দীর্ঘদিন ধরেই তারা মসজিদ নির্মাণকাজে বাধা দিচ্ছিলেন। এছাড়া আদালতের কোনো স্থগিতাদেশ না থাকায় এবং সরকারি কাজে বাঁধা দেওয়ার দায়ে দণ্ডবিধির ১৮৮ ধারায় দিলিপ সরকারকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আরকে