মুন্সীগঞ্জে অস্ত্র দিয়ে ভয় দেখাতে গিয়ে গুলিবিদ্ধ চাচাতো ভাই

মুন্সীগঞ্জে সাগর তার অবৈধ পিস্তল দিয়ে চাচাতো ভাই মো. সোহেলকে (৪০) ভয় দেখাতে গিয়ে ভুলবশত গুলির ঘটনা ঘটে। এত গুলিবিদ্ধ হন চাচাতো ভাই সোহেল। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙা এলাকার হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. সোহেল ওই এলাকার জুলহাসের ছেলে। তিনি জালের ব্যবসা করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি পিস্তল নিয়ে সাগর তার চাচাতো ভাই সোহেলকে গুলি করার ভয় দেখাচ্ছিলেন। এ সময় অনিচ্ছাকৃতভাবে গুলি বের হয়ে সোহেলের পেটে লাগে। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অভিযুক্তকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
ব.ম শামীম/এএএ