এমপি বাদশার মৃত্যুর গুজবে থানায় জিডি

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। রোববার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মৃত্যুর গুজব ছড়ানো হয়।
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ নিয়ে ১৫ এপ্রিল থেকে বাদশা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি রয়েছেন। ১৪ এপ্রিল তিনি করোনায় শনাক্ত হন। পরদিন তাকে বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।
গত ৮ এপ্রিল সকালে ফজলে হোসেন বাদশা করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন। ভ্যাকসিন নেওয়ার পর তার সামান্য জ্বর অনুভূত হয়েছিল। পরে নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। তবে তার শারীরিকত অবস্থা ততটা জটিল নয় বলে শুরু থেকেই জানিয়ে আসছেন চিকিৎসকরা।
কিন্তু এর ভেতরেই রোববার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এতে রাজশাহীতে পড়ে যায় শোরগোল। সত্যতা নিশ্চিত হওয়ার জন্য অনেকেই গণমাধ্যমকর্মীদের ফোনও দেন। পরে বাদশা নিজেই গণমাধ্যমকর্মীদের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানান।
ফজলে হোসেন বাদশা এমপির ব্যক্তিগত সহকারী মইনুদ্দিন আহমেদ রাসেল জানান, ফজলে হোসেন বাদশা ভালো আছেন। তিনি রাজশাহীর মানুষের কাছে দোয়া চেয়েছেন। তার কৃত্রিম অক্সিজেন নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তিনি সুস্থ হয়েই রাজশাহীর মানুষের মাঝে ফিরতে চান।
এদিকে, এই ঘটনায় দুপুরের দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু। তাতে গুজব ছড়ানোর দায়ে সারোয়ার জাহান বিপ্লব নামের একজনকে অভিযুক্ত করা হয়।
জিডির বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণ। তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
তবে এই গুজব পরিকল্পিত দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী নগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু। এই ঘটনায় উদ্বেগও জানিয়েছেন তিনি। কোনো ধরনের গুজবে কান না দিতেও সবার প্রতি অনুরোধ জানান তিনি।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর