বাসায় ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বাসায় ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। ঘটনার পর থেকে অভিযুক্ত মো. ইমন হোসেন (২২) পলাতক রয়েছেন।
রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ইমন হোসেন মানিকগঞ্জের ঘিওর থানার বড়টিয়া গ্রামের আবুল হোসেনর ছেলে। পরিবারের সঙ্গে বাইপাইলে বসবাস করেন ইমন।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকদিন আগে গ্রাম থেকে চাকরির জন্য ওই এলাকায় ফুফাতো বোনের বাসায় আসেন তরুণী। একই বাসার দোতলায় থাকেন ইমন। ব্যক্তিগত কাজে ফুফাতো বোন ও তার স্বামী বাইরে গেলে বাসায় ঢুকে তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যান ইমন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পলাতক ইমনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মাহিদুল মাহিদ/এএম