গ্রামবাসী নিজেরাই ঠিক করে নিচ্ছেন ভাঙা সাঁকো

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে গ্রামবাসীর নিজেদের উদ্যোগে সেই ভাঙা সাঁকো মেরামত করা হচ্ছে। হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদারের নেতৃত্বে সোমবার থেকে সাঁকোর সংস্কার কাজ শুরু হয়ে এখনও চলছে।
জানা গেছে, টঙ্গীবাড়ী ও নড়িয়া উপজেলার সংযোগস্থলের গুরুত্বপূর্ণ সড়কের খালের ওপরের ওই সাঁকোটি দিয়ে দুই উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করে। এছাড়াও চরাঞ্চলে চলাচলের একমাত্র মাধ্যম যাত্রীবাহী মোটরসাইকেলও এই সাঁকোটির ওপর দিয়ে যাতায়াত করে থাকে। তাই সাঁকোটি ভেঙে যাওয়ায় দুভোর্গে পড়েন ওই পথে যাতায়াতকারী হাজার হাজার মানুষ। এই নিয়ে গত ২০ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই অঞ্চলের কতিপয় যুবক সাঁকোটি স্বেচ্ছায় সংস্কার করতে এগিয়ে আসেন।
স্বেচ্ছাশ্রমে কাজ করা আপন সরদার, ইউপি সদস্য কুদ্দুস মুন্সী, যুবলীগ নেতা নাজমুল ইসলাম, ফিরুজ গাজী জানান, টঙ্গীবাড়ী চরাঞ্চল ও পার্শ্ববর্তী শরিয়তপুরের নড়িয়া উপজেলার চরাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র সড়কের ওপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে যায়। এতে এলাকার মানুষের যাতায়াতে খুব কষ্ট হচ্ছিল। সরকারিভাবে সংস্কারের কোনো ব্যবস্থা না নেয়ায় বাধ্য হয়ে নিজেরাই সাঁকোটি সংস্কার করছি।
এ ব্যাপারে হাসাইল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার বলেন, বর্ষার সময় সাঁকোটি ভেঙে গেলে তাৎক্ষণিক মেরামত করে দেয়। এই সাঁকো দিয়ে টঙ্গীবাড়ী ও নড়িয়ার অসংখ্য মানুষ যাতায়াত করে। পাশাপাশি মোটরসাইকেল দিয়েও সাঁকো পারাপার হয়। মোটরসাইকেল চলাচল করায় সাঁকোটি আবার ভেঙে চলাচলের অনুুপযোগী হয়ে পড়েছে। দুই উপজেলার মানুষের যাতায়াতের জন্য এই সাঁকোটি গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা আছে।
এসপি