নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে ফরহাদ হোসেন মন্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ফরহাদ হোসেন পলাতক ছিলেন।
ফরহাদ হোসেন সিংড়ার মুন্সি বাঁশবাড়িয়া এলাকার হামিদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০০১ একই উপজেলার বনকুড়ি গ্রামের নূর ইসলামের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে ফরহাদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য পরিবারের সদস্যরা স্বামী ফরহাদ হোসেনকে চাপ দিতে থাকে। এ ঘটনা ফাতেমা তার বাবাকে জানালে তিনি বিভিন্ন সময়ে ৫০ হাজার টাকা যৌতুক দেন। এরপর আরও যৌতুকের দাবিতে ২০১১ সালের ৭ ডিসেম্বর রাতে ফাতেমা বেগমকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী ফরহাদ। পরদিন ৮ ডিসেম্বর সকালে নুর ইসলাম মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান। পরে মেয়ের স্বামী ফরহাদ হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তিনি।
দীর্ঘ ১৩ বছর মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান।
গোলাম রাব্বানী/এএএ