মূল্যতালিকা না থাকায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

ফেনীতে ক্রয় ভাউচারের সঙ্গে বিক্রয় রশিদের মিল না থাকা, মূল্যতালিকা হালনাগাদ ও তা প্রদর্শন না করায় দুই চাল ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বড় বাজারের ইসলামপুর রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স ওহাব ট্রেডিং আড়তকে ক্রয় ভাউচারের সঙ্গে বিক্রয় রশিদের মিল না থাকা, মূল্য তালিকা হালনাগাদ ও তা প্রদর্শন না করা ও খুচরা বিক্রয় রশিদ দেখাতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসময় বাজারের কাজী ওহিদুর রহমানের চালের আড়তে অভিযান চালিয়ে একই অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা বলেন, অভিযানে দুই চাল ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা হারুন উর রশীদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে জেলা পুলিশের একটি টিম সহায়তা করেন।
তারেক চৌধুরী/এমএসএ