কমিটির দ্বন্দ্বে ৭ বছর বন্ধ থাকা মসজিদ খুলে দিলেন এমপি হিরু

নরসিংদীতে মসজিদ কমিটির দ্বন্দ্বের কারণে দীর্ঘ ৭ বছর ধরে বন্ধ থাকা মসজিদের দ্বার খুলেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে হিরু। নরসিংদীর শাপলা চত্বর এলাকায় অবস্থিত মসজিদটি ২০১৬ সালে কমিটির দ্বন্দ্বে বন্ধ হয়ে যায়।
বুধবার (১৭ জানুয়ারি) এলাকাবাসীর স্বার্থে পুনরায় মসজিদটি খুলে করে দেওয়া হয়।
জানা যায়, ২০১৬ সালে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হলে হঠাৎ করেই দোতলা বিশিষ্ট মসজিদটিতে কোনো ধরনের মুসুল্লি যেন আসা যাওয়া করতে না পারে সেজন্য মসজিদের মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। মসজিদটির নিচতলায় রয়েছে মার্কেট।
স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইশারায় মসজিদটি বন্ধ রাখার ফলে এ বিষয়ে এলাকাবাসীসহ আলেম ওলামারা বহুবার চেষ্টা করেও গেটের তালা খুলতে ব্যর্থ হন। মসজিদটি নির্মাণের পরপরই দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় দেওয়ালের চারপাশে প্লাস্টার দেওয়া হয়নি, সৌন্দর্য বৃদ্ধির জন্য হয়নি কোনো কারুকাজ। মুসল্লিদের যাতায়াত না থাকায় নামাজের মেঝে নোংরা ও ময়লা- আবর্জনায় স্তূপ পড়ে থাকতে দেখা যায়। মসজিদটি খুলে দেওয়ার দীর্ঘ দিনের দাবি ছিল এলাকাবাসীর।
সম্প্রতি মসজিদটি খুলে দেওয়ার জন্য স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানান। তারা স্থানীয় সংসদ সদস্যের নিকটও মসজিদ খুলে দেওয়ার জোর দাবি করেন। মসজিদ খুলে দেওয়ার দাবির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় সংসদ সদস্যের নজরে আসে। পরে গত ১৩ জানুয়ারি জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে এমপি হিরু মসজিদটি খুলে দেওয়ার ঘোষণা দেন।
স্থানীয় সংসদ সদস্যের ঘোষণার পরিপ্রেক্ষিতে বুধবার মসজিদটি খুলে দেওয়া হয়। এদিন হাজারো মানুষের উপস্থিতিতে নরসিংদী-১ সদর আসনের এ সংসদ সদস্য জোহর নামাজ আদায়ের আগে মসজিদের দ্বার উন্মুক্ত করে দেন। এর ফলে স্থানীয় মুসল্লিরা মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ পাচ্ছেন।
তন্ময় সাহা/এমএ