সবাই মাস্ক পরলে লকডাউনের মতো পরিস্থিতি সৃষ্টি করতে হবে না

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশবাসীকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট ৯ তলা ভবন, ১০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস ইউনিট, ৫ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট ও কেএমসি ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে তিনি এ অনুরোধ জানান।
হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দেশবাসীর উদ্দেশে বলেন, জীবনটি আপনার, সরকারের নয়। আপনার সন্তান আপনার, সরকারের নয়। আপনার পিতা-মাতা আপনার, সরকারের নয়। শুধু সরকার সমস্ত দায়িত্ব পালন করবে, আর আমরা অবহেলা করে পরিস্থিতি অবনতি করবো এটি যেন না হয়। অনুগ্রহ করে সবাই মাস্ক পরিধান করুন। মাস্ক পরিধান করলে লকডাউনের মতো পরিস্থিতি সৃষ্টি করতে হবে না। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না। অনুগ্রহ করে সবাই মাস্ক পরবেন, মাস্ক পরবেন এবং মাস্ক পরবেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলের সভাপতিত্বে এ সময় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার রেজা, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. জোবায়ের গালিব, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ উপস্থিত ছিলেন।
চম্পক কুমার/আরএআর