চাঁদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিবন্ধন না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. মো. সারোয়ার হোসেন।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত। তিনি জানান, নিবন্ধন না থাকায় শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজারের গ্রিন ভিউ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা এবং উপজেলার আয়নাতলি বাজারের নিউ ভি.আই.পি. ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠান দুটিকে।
আনোয়ারুল হক/এএএ