নওগাঁয় প্রাথমিকে ছুটি বাড়লেও খোলা থাকবে মাধ্যমিক বিদ্যালয়

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। যা চলতি মৌসুমে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতেও সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এটি।
কনকনে ঠান্ডার পরিস্থিতি বিবেচনায় আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) টানা দ্বিতীয় দিনের মতো জেলার প্রাথমিক পর্যায়ের সরকারি-বেসরকারি সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।
এর আগে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় সোমবার (২২ জানুয়ারি) ১ দিনের জন্য জেলার প্রাথমিক পর্যায়ের ১ হাজার ৩৭৪টি এবং মাধ্যমিক পর্যায়ের ৪৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছিল। তাপমাত্রা ৮ এর ঘরে নেমে আসায় দ্বিতীয় দিনের মতো প্রাথমিকে ছুটির ঘোষণা আসলেও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের থেকে ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
এর কারণ জানতে চাইলে নওগাঁ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান ঢাকা পোস্টকে বলেন, আবহাওয়া পূর্বাভাসের তথ্যানুযায়ী আগামী তিন দিন নওগাঁয় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই। এমনিতেও আমাদের স্কুল সকাল ১০টার আগে শুরু হয় না। তাই নতুন করে ছুটি বৃদ্ধি করার সুযোগ নেই। এজন্য ছুটি বাড়ানো হয়নি। কেউ যদি সকাল ১০টার দিকের তাপমাত্রার ফলাফল এনে দিতে পারে, তখন ছুটির সিদ্ধান্ত নেওয়া হবে।
অপরদিকে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আবহাওয়া পূর্বাভাসের সংক্রান্ত আমরা যে তথ্য পেয়েছি, সেখানে আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) আবারো তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার কথা। তাই জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা সাপেক্ষে টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার প্রাথমিক পর্যায়ের সরকারি-বেরসকারি ১ হাজার ৩৭৪টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি না পেলে ছুটি বাড়ানোর বিষয়ে পরবর্তীতে আবারও সিদ্ধান্ত নেওয়া হবে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক ঢাকা পোস্টকে জানান, গতকাল রোববার (২১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেটা কমে গিয়ে আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এ রকম তাপমাত্রা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।
আরমান হোসেন রুমন/আরএআর