ডাকাত সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি, যুবক নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে মো. মিলন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক একই এলাকার কাশেম মিয়ার ছেলে। ঘটনার সত্যতা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক৷
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৯ জানুয়ারি (শুক্রবার) আটিগ্রাম এলাকার এক মসজিদের ইমামের বাসায় ডাকাতি হয়। এরপর একই এলাকায় গতকাল রাতে ডাকাত সন্দেহে দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এরপর সোমবার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে করে মিলন ও জনিসহ তিনজন সেই এলাকার স্থানীয় বাসিন্দা শাহজাহানকে (দুবাই শাজাহান) রামদা নিয়ে হামলার চেষ্টা চালায়। ঘটনাটি টের পেয়ে বিক্ষুব্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদেরকে গণপিটুনি দেন। এতে মিলন নামে এক যুবক নিহত হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, আটিগ্রাম এলাকায় এর আগেও চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন ছিল। ১৯ জানুয়ারির একটি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আজ এলাকাবাসীর গণপিটুনিতে মিলন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ডাকাতির ঘটনায় মিলন জড়িত ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা তার মরদেহ মর্গে পাঠিয়েছি। এলাকাবাসীর গণপিটুনির বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। মিলনের নামে থানায় ডাকাতি এবং সন্ত্রাসের দায়ে একাধিক মামলা রয়েছে।
এএএ