কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, তবু বন্ধ হয়নি স্কুল

তীব্র ঠান্ডা আর হিমেল হাওয়ায় কিশোরগঞ্জের জনজীবন বিপর্যস্ত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলার নিকলী উপজেলায় তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৬ ডিগ্রিতে। যা জেলার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
আবহাওয়া অফিস থেকে জানা গেছে, ২০১৭ সাল থেকে জেলায় তাপমাত্রা রেকর্ড করার কার্যক্রম শুরু হয়। এরপর থেকে তাপমাত্রা কখনোই এত কমেনি।
নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আখতার ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে নিকলীতে এ যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি।
আবহাওয়া কর্মকর্তা জানান, তীব্র শীতের সঙ্গে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েক দিন দরে কিশোরগঞ্জে তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। এ মাসজুড়েই শীত থাকবে।
কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকসুদা বলেন, তাপমাত্রা প্রতি ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তন হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে যার জন্য আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেইনি।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এএএ