ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে দুইদিন বিদ্যালয় বন্ধ ঘোষণা

ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ঠাকুরগাঁও জেলার পার্শ্ববর্তী পঞ্চগড় ও রংপুর জেলার আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী আগামী দুইদিন অর্থাৎ ২৪ ও ২৫ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকবে এবং তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে। তাই আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা ও মো. শাহীদ আকতার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, আগামী রোববার থেকে যথারীতি বিদ্যালয়ে পাঠদান চলবে। তবে পুনরায় আবহাওয়া পূর্বাভাসে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৫টি উপজেলায় ৩৯৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১২৫টি মাদরাসা, ৫৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭৮ জন। অন্যদিকে জেলার প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৯৮টি। এ সব বিদ্যালয়ে প্রায় ৩ লাখ শিক্ষার্থী অধ্যায়নরত আছে।
আরিফ হাসান/এএএ