সিসি ক্যামেরা যুক্ত হচ্ছে পশ্চিমাঞ্চলের ২৪টি ট্রেনে

রাজশাহী রেলস্টেশন থেকে প্রতিদিন ৩৭ জোড়া ট্রেনে দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে হাজার হাজার যাত্রী। এসব ট্রেন এবং যাত্রীদের নিরাপত্তায় ২৪টি ট্রেনে বসছে ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসি টিভি ক্যামেরা। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
রেল সংশ্লিষ্টরা বলছেন, সিসি টিভি ক্যামেরা সার্বিক নিরাপত্তাসহ ট্রেনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে। ফলে কমবে নাশকতা। সেইসঙ্গে কেউ নাশকতার চেষ্টা করলে দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে। ফলে দুর্ঘটনা রোধে অনেকটাই কার্যকরী ভূমিকা রাখবে এই ক্যামেরাগুলো।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, এটা সার্বিক নিরাপত্তাসহ ট্রেনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে। আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এর ফলে কমবে নাশকতা। কোচগুলোর ভেতরে ও বাইরে স্থাপন করা হবে ক্যামেরা। এর ফলে ট্রেনসহ নিশ্চিত করা হবে যাত্রীর নিরাপত্তা।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ঢাকাগামী ছাড়াও ইন্টারসিটি সব ট্রেনেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এরইমধ্যে বাজেট চূড়ান্ত হয়েছে। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যান দেখে সেই রিপোর্টটা দেওয়ার পর চূড়ান্ত করা হবে বিয়ষটি।
শাহিনুল আশিক/এমএএস