তীব্র শীতে স্কুল বন্ধ, কোচিং সেন্টার খোলা

চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার সব মাধ্যমিক-প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জেলার কোচিং সেন্টারগুলো তাদের যথারীতি কার্যক্রম চালু রেখেছে। এতে শিক্ষার্থীরা তীব্র শীতের মধ্যে সকাল থেকেই কোচিং সেন্টারে আসতে বাধ্য হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে শহরের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় কোচিং সেন্টারের পরিচালকদের মৌখিকভাবে সতর্ক করা হয়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং-প্রাইভেট সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
আরও পড়ুন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এই শীতের মধ্যে প্রাইভেট ও কোচিং সেন্টারের কার্যক্রম চলতে দেখা যায়। এরই পরিপ্রেক্ষিতে শহরের ৩৫টি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় শিশু শিক্ষার্থীদের উপস্থিতি পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন কোচিং সেন্টারের পরিচালকদের মৌখিকভাবে সতর্ক করেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং-প্রাইভেট সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, কেউ যদি নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কোচিং সেন্টারে অভিযান পরিচালনার সময় সেখানে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাওয়া যায়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকালে কোচিং বন্ধ রাখতে বলা হয় এবং অভিভাবকদের ও শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে।
আফজালুল হক/জেডএস