তীব্র শীত : জয়পুরহাটে বৃহস্পতিবারও বন্ধ স্কুল

চলমান শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় আরও একদিন জয়পুরহাটের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবারও (২৫ জানুয়ারি) জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় প্রথম দফায় ২১ ও ২২ জানুয়ারি জেলার ৩৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ও মাধ্যমিক পর্যায়ের ২৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে দ্বিতীয় দফায় আবারও দুই দিন ২৩ ও ২৪ জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, শৈত্যপ্রবাহের কারণে বৃহস্পতিবার আরও একদিন প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে জেলার সবসরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও পাঠদান বন্ধ থাকবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতি. দা.) আমান উদ্দিন মণ্ডল বলেন, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় ২১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বৃহস্পতিবার আরও একদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
চম্পক কুমার/জেডএস