খুলনায় করোনায় আরও দুজনের মৃত্যু

খুলনায় একদিনে করোনাভাইারাসে আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৮১ জনের করোনা পজিটিভ এসেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতার সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কুলসুম বেগম (৭৯) মারা যান।
কুলসুম বেগম খুলনা মহানগরীর নিরালা এলাকার নুর মোহাম্মদ খানের স্ত্রী। ১৪ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত অবস্থায় খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
এর আগে, ভোরে একই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খালিশপুর বঙ্গবাসী এলাকার জলিল হাওলাদারের ছেলে আবদুল হাই (৪৮) মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে ১৮ এপ্রিল ভর্তি হন।
খুমেক উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮০ জনের করোনা পরীক্ষা করা হয়। ৮১ জনের পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৭১ জন রয়েছেন। এছাড়া বাগেরহাটের ৮ জন, যশোরের ১ ও পিরোজপুরের একজন রয়েছেন।
মোহাম্মদ মিলন/এমএসআর