আড়াই মাস পর পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা

সাগরকন্যা কুয়াকাটা দীর্ঘ আড়াই মাস পর পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম কুয়াকাটা ফিরেছে তার নিজস্ব রূপে। হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। প্রায় আড়াই মাসের লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মধ্যরাত থেকেই কুয়াকাটায় আসতে থাকে পর্যটকরা। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটা। হোটেল-মোটেল, রিসোর্ট, বিনোদন কেন্দ্রসহ সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত এক সপ্তাহের বৈরী আবহাওয়া শেষে আজ শুক্রবার (২৬ জানুয়ারি) পুরোপুরি পরিষ্কার ছিল কুয়াকাটার আকাশ। আবহাওয়া অনুকূলে থাকায় পর্যটকরাও উল্লাসে মাতেন।
ফরিদপুর থেকে কুয়াকাটায় বেড়াতে আসা সবুজ দত্ত ঢাকা পোস্টকে বলেন, আমি পরিবার নিয়ে কুয়াকাটায় এসেছি। আমার সঙ্গে আমার স্ত্রী এবং ছেলে রয়েছেন। আমরা সবাই এই প্রথম কুয়াকাটায় এসেছি। সত্যিই কুয়াকাটা খুবই সুন্দর। আমাদের খুব ভালো লাগছে। আজকে আবহাওয়া ভালো থাকায় ঘুরেও ভালো লাগছে।

বরিশাল থেকে কুয়াকাটায় বেড়াতে আসা সুলতানা বলেন, পরিবারের সদস্যদের নিয়ে এসেছি। এর আগেও কুয়াকাটা এসেছি আমরা। আজকের আবহাওয়া এখন খুব ভালো। আজ কুয়াকাটায় অনেক পর্যটক এসেছে। সব মিলিয়ে আমাদের খুব ভালো লাগছে এবং আমরা খুব মজা করছি।
কুয়াকাটার আবাসিক হোটেল সাগরের ম্যানেজার কামাল হোসেন বলেন, অনেক মাস পর আজকে আমাদের হোটেল শতভাগ বুকিং রয়েছে। গত দুই মাস স্টাফদের বেতন দিতেই হিমশিম খেয়েছি। এখন থেকে পর্যটক বাড়বে বলে মনে করছি আমরা। আজকে কুয়াকাটার বেশিরভাগ হোটেল বুকিং আছে।
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনের কারণে প্রায় তিন মাস পর এত পর্যটক কুয়াকাটায় এসেছে। গতকাল এবং আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কুয়াকাটায় ঘুরতে এসেছে লোকজন। আশা করছি এ বছর আমাদের ব্যবসা ভালো হবে। হোটেল মালিকরা তাদের লোকসান কাটিয়ে উঠবে বলে আমি আশা করছি।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক আবু হাসনাইন পারভেজ বলেন, বেশ কিছু দিন কুয়াকাটায় তেমন পর্যটকের চাপ না থাকলেও আজ চোখে পড়ার মতো পর্যটক কুয়াকাটায় এসেছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। আমাদের টহল টিম মাঠে রয়েছে। পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে আমরা নজর রাখছি।
এসএম আলমাস/আরএআর