প্রতিদ্বন্দ্বী কারবারিকে ফাঁসাতে নিজেই অস্ত্রসহ ধরা

প্রতিদ্বন্দ্বী মাদক কারবারিকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যান শামীম নামে এক মাদক কারবারি। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহমুদুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর ৪টার দিকে জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষপোতা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর এলাকার মালেক হাওলাদারের ছেলে শামীমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
শামীম তার প্রতিদ্বন্দ্বী মাদক কারবারি শাকিলকে ফাঁসাতে সোহেলকে ৫০০ টাকা দেন। এরপর তাকে বলেন, শাকিলের বাড়ির রান্নাঘরে ১টি পিস্তল ও ১৬ বোতল ফেনসিডিল রেখে আসতে। এরপর শামীম পুলিশকে শাকিলের বাসায় মাদক থাকার কথা জানান। পরে পিস্তল ও ফেনসিডিল উদ্ধারের পর সোহেলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সত্য বলে দেন। এরপর উল্টো শামীমকে আটক করে পুলিশ।
সৈয়দ মেহেদী হাসান/এএএ