অরক্ষিত বায়োগ্যাস প্ল্যান্টের গর্তে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের এবাদুল্লাহ মোড় এলাকায় বায়োগ্যাস প্ল্যান্টের গভীর গর্তে ডুবে সাজ্জাদ হোসেন (১৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অসাবধানতায় গর্তে পরে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ক্ষোভ জানিয়েছেন। নিহত সাজ্জাদ হোসেন ওই গ্রামের আকতার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের এবাদুল্লাহ মোড় এলাকায় সুরুজ আলী তার বাড়ির সামনে একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছেন। ওই প্ল্যান্টে ব্যবহৃত গোবর পাশে একটি গভীর গর্ত করে রাখা হয়েছে। গর্তের পাশে কোনো ধরনের বেষ্টনী বা নিরাপত্তার জন্য কোনো ধরনের ব্যবস্থা রাখা হয়নি। বুধবার বেলা ১১টার দিকে প্রতিবেশী আকতার হোসেনের ১৯ মাস বয়সী ছেলে সাজ্জাদ হোসেন খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ির আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজ করেও সাজ্জাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। দুপুর ২টার দিকে প্রতিবেশী সুরুজ মিয়ার বায়োগ্যাস প্ল্যান্টের গোবরের গর্তে খোঁজার সময় হঠাৎ সাজ্জাদের মরদেহ ভেসে উঠে। স্থানীয়রা ওই গর্ত থেকে মৃত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, সুরুজ মিয়ার বায়োগ্যাস প্ল্যান্টের ওই গর্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাকে বহুবার অরক্ষিত গর্তে বেড়া দেওয়ার কথা বললেও তিনি তা কর্ণপাত করেননি। গর্তে পড়ে সাজ্জাদের মৃত্যুর পর থেকে সুরুজ মিয়া গা ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান জানান, শিশুর মৃত্যুর বিষয়ে থানায় কোনো খবর দেওয়া হয়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
শিহাব খান/আরএআর