নওগাঁয় অবৈধভাবে ধান মজুত, জরিমানা ও গুদাম সিলগালা

নওগাঁয় লাইসেন্সের শর্ত ভঙ্গ করে বেশি সময় ধরে ধান অবৈধভাবে মজুত করার অভিযোগে ভাড়ায় চালিত ২ চালকল পরিচালককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধ ধান মজুতের দায়ে একটি গুদাম সিলগালা করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।
অভিযান শেষে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় হাঁপানিয়ার ২টি চালকলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার অন্তর চালকলে গেলে দেখা যায় মিলটি বৈদ্যনাথ সরকার নামে এক ব্যবসায়ী ভাড়ায় পরিচালনা করছেন। সেখানে ১ মাসের অধিক সময় ধরে ১৮৩ টন ধান অবৈধভাবে মজুত রাখা অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে ওই চালকলের ১টি গুদাম সিলগালাসহ পরিচালক বৈদ্যনাথ সরকারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর চালকলে অভিযানের পর পার্শ্ববর্তী ফারুক চালকলে গেলে দেখা যায় ওই মিলটিও থ্রি স্টার নামে একটি প্রতিষ্ঠানের তিনজন ব্যবসায়ী ভাড়া নিয়ে পরিচালনা করছেন। সেখানে ৮২ টন ধানের অবৈধ মজুত পাওয়ায় মিলটির পরিচালক একরামুলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
আগামী ১০ দিনের মধ্যে মজুতকৃত এসব ধান বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অভিযানে নওগাঁ জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মোহাজের হাসান, কারিগরি খাদ্য পরিদর্শক আনিসুর রহমান, উপ খাদ্য পরিদর্শক গোলাম রাব্বানী, সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুরসহ জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরমান হোসেন রুমন/এমএ