১৪০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ

শরীয়তপুরে মাছের আড়তসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ১৪০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে এসব মাছ এতিমখানাসহ গরিব ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছের আড়তসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ ও মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা।
জানা যায়, জাটকা নিধন, পরিবহন নিষিদ্ধ হলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জাটকা নিধন করেছিল। খবর পেয়ে নড়িয়া পৌর এলাকার কয়েকটি বাজার, সুরেশ্বর মাছের আড়তসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে ১৪০ কেজি জাটকা জব্দ করে উপজেলা প্রশাসন। অভিযানের সময় জাটকা নিধনের অপরাধে মোট ১০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। অভিযান শেষে এতিমখানাসহ গরিব ও অসহায়দের মধ্যে জব্দ করা জাটকাগুলো বিতরণ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য ঢাকা পোস্টকে বলেন, নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ এ সময়ে জাটকা ধরলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ী, আড়তদারসহ সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় নেওয়া হবে।
সাইফ রুদাদ/জেডএস