মূল লাইনে ফাটল, নেত্রকোণায় গ্যাস সরবরাহ বন্ধ

তিতাসের সরবরাহ লাইনে ফাটল ধরায় নেত্রকোণা শহরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে শহরে তিতাস গ্যাসের সাড়ে ৫ হাজার আবাসিক, বাণিজ্যিকসহ সব ধরনের লাইনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এছাড়া গ্যাস সরবরাহ না থাকায় শহরের বাসা-বাড়িতে রাতের খাবার রান্না করা নিয়েই বিপাকে পড়েছেন সবাই।
এমনকি মানুষ রাতের খাবার কিনতে হোটেলগুলোতে ভিড় করায় রাত ১০টার মধ্যেই হোটেলগুলোতে খাবার শেষ হয়ে যায়।
নেত্রকোণা তিতাস গ্যাসের জোনাল অফিসের প্রকৌশলী সুমংঙল গোলদার জানান, ময়মনসিংহের গৌরীপুরে পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের জন্যে ভেকু মেশিনে (এক্সকেভেটর) মাটি কাটার সময় নেত্রকোণায় গ্যাস সরবরাহের মূল লাইন কেটে যায়। আর এর জেরে গ্যাস লিকেজ শুরু হয়।
আরও পড়ুন
তিনি আরও বলেন, পরে দুর্ঘটনার আশঙ্কায় ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। লাইনে ফাটলের স্থানটি রাতেই মেরামতের প্রাথমিক কাজ করা হচ্ছে।
ঢাকা থেকে সকালে যন্ত্রপাতি এসে পৌঁছানোর পর দ্রুত মেরামতের কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
টিএম