প্রধানমন্ত্রী নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন : তৌফিক-ই-ইলাহী

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, শত প্রতিকূলতা মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গত সংসদ নির্বাচন প্রধানমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ ছিল। দেশি-বিদেশি চক্রান্তকারীরা যড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ ফরিদপুরের নির্বাচন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরে হা-মীম গ্রুপের একটি ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের পশরা গ্রামে ওই ট্রেনিং সেন্টারের সামনের চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ফরিদপুরের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি তৈরি করছেন। ফরিদপুর সদর আসনের এমপি তার রাজনৈতিক প্রতিশ্রুতি রাখার জন্য এ উদ্যোগ নিয়েছেন। দেশের সকল রাজনীতিবিদের তাদের অঙ্গীকার রক্ষার অনুরোধ জানাই। এতে সরকারের কাজ সহজ হবে। দেশের জনগণের হৃদয় জয় করতে পারবে।
অনুষ্ঠানেেআরও বক্তব্য দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। তিনি বলেন, আমার নির্বাচনের প্রতিশ্রুতি কর্মসংস্থান সৃষ্টির জন্যে দক্ষ জনশক্তি তৈরিতে গেরদার পশরা গ্রামে ট্রেনিং সেন্টার চালু করেছি । এখানে বিনামূল্যে প্রশিক্ষণ শেষে চাকরি দিয়ে শ্রমিকদের হা-মীম গ্রুপ, আমার ভাইয়ের শারমিন গ্রুপসহ দেশের বিভিন্ন গার্মেন্টেসে চাকরি দেওয়া হবে। সেই সাথে টেকনিক্যাল ও ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে এ সকল প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হা-মীম গ্রুপের চোয়ারম্যান মোতালেব হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা ও হা-মীম গ্রুপের নির্বাহী পরিচালক জালাল আহমেদ।
জহির হোসেন/আরএআর