৮ বছর পর রংপুর মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

দীর্ঘ আট বছর পর রংপুর মহানগর ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শাহজাহানুর ইসলাম সৌরভকে সভাপতি ও রিপন বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিতে সহ-সভাপতি পদে ১০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৮ জনকে নির্বাচিত করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি শাহজাহানুর ইসলাম সৌরভ বিগত মহানগর ছাত্রলীগের কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিপন বাবু বিগত মহানগর ছাত্রলীগ কমিটিতে সহ- সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২০ জুলাই শফিউর রহমান স্বাধীনকে সভাপতি ও শেখ আসিফ হোসেনকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর ২০১৬ সালের ৩০ মে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সাত বছর পর এই মেয়াদোত্তীর্ণ কমিটি গত বছরের ৪ জুলাই বিলুপ্ত করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর