৩০ ঘণ্টা পর নেত্রকোণা শহরে গ্যাস সরবরাহ স্বাভাবিক

তিতাস গ্যাসের সরবরাহ লাইন মেরামতের পর নেত্রকোণা জেলা শহরে গ্যাস স্বাভাবিক হয়েছে। প্রায় ৩০ ঘণ্টা পর শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২টায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয় বলে জানান তিতাস গ্যাসের নেত্রকোণা আঞ্চলিক অফিসের প্রকৌশলী সুমঙ্গল গোলদার।
গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় নেত্রকোণা শহরের সাড়ে ৫ হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের মধ্যে স্বস্তি ফিরেছে।
এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে লাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শহরের বাসিন্দারা। খাবারের খোঁজে ভিড় বাড়ে হোটেলে। কিন্তু বাড়তি প্রস্তুতি না থাকায় হোটেল মালিকরা খাবার সরবরাহে হিমশিম খান।
প্রকৌশলী সুমঙ্গল গোলদার জানান, ময়মনসিংহের গৌরীপুরে পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের জন্য মাটি কাটার সময় শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণায় গ্যাস সরবরাহের মূল লাইন ফেটে যায়। দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিক ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। লাইনটির ফাটলের স্থানটি রাতে প্রাথমিক মেরামত করা হলেও গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ঢাকা থেকে যন্ত্রপাতি এনে মেরামত করা হয়। এরপর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।
এসএসএইচ