বিচ্ছেদের পরও প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক, ঘরে দ্বিতীয় স্ত্রীর লাশ

রাজবাড়ীর পাংশায় হাওয়া বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাওয়ার বাবার বাড়ির লোকজন দাবি করছেন, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
হাওয়া বেগম এনায়েতপুর গ্রামের আব্দুল মতিন সরদারের স্ত্রী ও মাছপাড়া ইউনিয়নের খালকোলা গ্রামের কেছমত মন্ডলের মেয়ে। ঘটনার পর থেকে মতিন সরদারসহ তার পরিবারের সদস্যরা পলাতক।
হাওয়া বেগমের ভাই মামুন মন্ডল বলেন, আমার বোনের সঙ্গে বিয়ে হওয়ার পরেও আগের স্ত্রীর সঙ্গে কথা বলত মতিন। গত কয়েক মাস আগে মতিনের প্রথম স্ত্রী এ বাড়িতে এসে এক সপ্তাহের মতো ছিল। মতিন প্রথম স্ত্রীকে আবার এই সংসারে আনবে বলেছিল। আমার বোন বাধা দেওয়ায় প্রায়ই তাকে নির্যাতন করত। আমার বোনকে মেরে ফেলা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করব।
আরও পড়ুন
পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিনহাজ জানান, প্রাথমিক সুরতহালে গলায় রশির দাগ ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এনএফ