কুমিল্লায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৯৬

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন চারজনসহ জেলায় ৩৫০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৯৬ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৭১, আদর্শ সদর উপজেলার পাঁচজন, সদর দক্ষিণ উপজেলার একজন, বুড়িচং উপজেলার একজন, চান্দিনা উপজেলার ছয়জন, চৌদ্দগ্রাম উপজেলার একজন, লাকসাম উপজেলার দুইজন, বরুড়া উপজেলার তিনজন, নাঙ্গলকোট উপজেলার পাঁচজন ও মনোহরগঞ্জ উপজেলার একজন। গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন নারী ও একজন পুরুষ মারা গেছেন।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। সোমবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৫০ জন।
এএম