নোয়াখালীতে করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৪০

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন আরও দুইজন। বুধবার (২১ এপ্রিল) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে ৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরের ১৮ জন, হাতিয়ার ১ জন, বেগমগঞ্জের ৮ জন, সোনাইমুড়ীর ৩ জন, চাটখিলের ২ জন, সেনবাগের ৬ জন এবং কবিরহাটের ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৭১ জন। মোট আক্রান্তের হার ৯ দশমিক ৩৫ শতাংশ।
তিনি আরও বলেন, জেলায় মোট সুস্থ রোগী ৫ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১০৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনের নমুনা সংগ্রহ করে ৩৭৫ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের।
জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ফজলে এলাহী খান ঢাকা পোস্টকে বলেন, এভাবে সংক্রমণ বাড়তে থাকলে বিপদের শঙ্কা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার তাগিদ দেন তিনি।
হাসিব আল আমিন/এসপি