কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় সেনাসদস্যের স্ত্রী-সন্তান নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেনাসদস্যের স্ত্রী-সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সেনাসদস্য রহমত গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমারখালী উপজেলার বাঁধ বাজার পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার সেনাসদস্য রহমতের স্ত্রী ছালমা খাতুন ও তার ছেলে স্মরণ (১২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সেনাসদস্য রহমত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রহমত আলী সেনাবাহিনীর সদস্য। তিনি সৈয়দপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। গতকাল ছুটিতে কুষ্টিয়া শহরের মজমপুরে ভাড়া বাড়িতে আসেন। সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে শহরের পাইকপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে কুমারখালী উপজেলার বাঁধবাজার পুলিশ ক্যাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী সালমা ও ছেলে স্মরণ নিহত হন। গুরুতর আহন হন সেনাসদস্য রহমত। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সালমা ও স্মরণকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।
রাজু আহমেদ/এএএ