ভটভটি উল্টে পৌর কাউন্সিলর নিহত, আহত ৩

জয়পুরহাট শহরের নতুন হাটে গরু কিনে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে সামছুল আলম মৃধা (৫৫) নামে পৌরসভার এক কাউন্সিলর নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সামছুল আলম মৃধা ক্ষেতলাল পৌরসভার মৃধাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি ক্ষেতলাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আহতরা হলেন- জাফর হোসেন (৫৫), নাজমুল হক (৬০) ও আব্দুল মতিন (৬৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে পৌর কাউন্সিলর সামছুল আলম মৃধা তার একটি গরু বিক্রি করতে জয়পুরহাটের নতুনহাট যান। এরপর গরু বিক্রি করে হাটে আরেকটি গরু কিনে বাড়িতে ফেরার পথে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সামছুল আলমকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন এসে সামছুলের মরদেহ বাড়িতে নিয়ে যান।
জয়পুরহাট থানার উপ-পরির্দশক (এসআই) মাসুদ রানা বলেন, মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে একজন মারা গেছেন। ওই ব্যক্তি ক্ষেতলাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। নিহত ওই কাউন্সিলের মরদেহ হাসপাতাল থেকে পরিবার নিয়ে গেছে।
চম্পক কুমার/এএএ