খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান কারামুক্ত

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান প্রায় সাড়ে তিন মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন তিনি।
কারাবাসের পর মুক্তিলাভ করলে আবেগাপ্লুত নেতাকর্মীরা বিএনপি নেতা আমীর এজাজ খানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। গত ২ নভেম্বর বটিয়াঘাটা থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছিল পুলিশ।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী জানান, গত বছরের ২ নভেম্বর নগরীর ময়লাপোতা মোড়স্থ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সহধর্মিনীর শয্যার পাশ থেকে জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানকে আটক করে। এরপর বটিয়াঘাটা থানার একটি গায়েবি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে প্রেরণ করেছিল পুলিশ।
এ ছাড়া গেল বছরের ৩১ অক্টোবর খুলনা সদর থানার এস আই মো. খালিদ উদ্দীন বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে এবং একই দিন সোনাডাঙ্গা থানার এস আই নিয়াজ মোরশেদ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আরও একটি মামলায় আমীর এজাজ খানকে আসামি করা হয়েছিল। এ দুইটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর পাশাপাশি রাজধানীর পল্টন থানায় ২৮ অক্টোবরের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
মোহাম্মদ মিলন/এএএ