বগুড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বগুড়ার গাবতলীতে বসতবাড়িতে আগুনে পুড়ে কাবাশি বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে ওই বাড়ির গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
কাবাশি বেওয়া মোস্তাফিজারের শাশুড়ি ও একই গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী।
গাবতলী মডেল থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, রাতে গোয়ালঘরের বৈদ্যুতিক বাল্বের বিস্ফোরণ হয়। এর ফলে পাটখড়িতে আগুন লেগে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই বাড়িতে চারজন ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পাওয়ার পর কাবাশি বেওয়াসহ তারা বাইরে বের হন। কিন্তু পরবর্তীতে সবার অজান্তে ওই বৃদ্ধা আবারও ভেতরে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এবং স্থানীয় লোকজন যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, ফায়ার সার্ভিস থেকে আমাদের জানানো হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। নিহতের মরদেহ ও গরুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে সংশ্লিষ্ট চিকিৎসক কর্তৃক পরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসাফ-উদ-দৌলা নিওন/এমজেইউ