কুমিল্লায় সড়কের পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

কুমিল্লায় শাহ আলম (৩৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে নগরীর নেউরা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ী শাহ আলম নগরীর দক্ষিণ চর্থা এলাকার থিরা পুকুর পাড়ের নুরু মিয়ার ছেলে। ঢুলিপাড়া এলাকায় তার দুটো গাড়ির গ্যারেজ রয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, শনিবার সকালে নেউরা এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ইপিজেড পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি।
ওসি আরও বলেন, মরদেহে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
আরিফ আজগর/এমজেইউ