পাঁচ হাজার মোটরসাইকেল নিয়ে উপজেলা চেয়ারম্যানের মহড়া

একটি সাদা রঙের ল্যান্ডক্রুজার গাড়ি। গাড়িটির পেছনে পাঁচ হাজারের বেশি মোটরসাইকেলের বিশাল বহর, রয়েছে কয়েক হাজার কর্মী-সমর্থক। আর সেই গাড়িটির হুড খোলা অংশ দিয়ে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান দাঁড়িয়ে হাত নাড়িয়ে লোকজনদের শুভেচ্ছা জানাচ্ছেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা লোকজনও হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান মিনফুজুর রহমান এ মহড়া দেন। এ সময় মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কে ঘুরেন তিনি।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার বালাইট মোড়ে মোটরসাইকেলের বিশাল শো-ডাউনটি বের হয়ে পুরো উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই শো-ডাউনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী, কর্মী-সমর্থক, কালাই পৌরসভার মেয়র ও উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংশ নেন।
মিনফুজুর রহমান মিলন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে আছেন। তিনি ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত টানা তিন বার কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে রয়েছেন। আগামী মে মাসে প্রথম ধাপে অনুষ্ঠাতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থবারের মতো কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তিনি।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ উপজেলা চেয়ারম্যান মিলনের মোটরসাইকেল শো-ডাউনের কথা আগাম প্রচার করা হয়েছিল। এজন্য আজ দুপুর ১২টা থেকে উপজেলার বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনপ্রতিনিধিরা মোটরসাইকেলের বহর নিয়ে কালাই পৌরশহরের পুলিশ প্লাজার সামনে জড়ো হতে শুরু করে। দুপুর আড়াইটার মধ্যে পুলিশ প্লাজার পশ্চিম দিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেল বিস্তৃত হয়। উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন সাদা রঙের হুড খোলা ল্যান্ডক্রুজার গাড়ি নিয়ে পুলিশ প্লাজার সামনে আসেন। পৌনে ৩টার দিকে পুলিশ প্লাজার সামনে থেকে মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে শো-ডাউন বের হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান হুডখোলা গাড়ি বহরের সামনে ছিল। মিনফুজুর হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পৌরশহরের সড়কের দুই পাশে দাঁড়িয়ে লোকজনও হাত নেড়ে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। বালাইট মোড় থেকে কালাই পৌরশহরের পাঁচশিরা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করতে ৩৫ মিনিট সময় লাগে। এ সময় সড়কের দুইপাশে স্বল্প সংখ্যক যানবাহন আটকে ছিল।
সাইফুল ইসলাম নামের একজন বলেন, আমাদের জিন্দারপুর ইউনিয়ন থেকে প্রায় ৮০০ মোটরসাইকেল এসেছে। উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান টানা তিনবার চেয়ারম্যান হয়েছেন। তার জনপ্রিয়তা ব্যাপক। আমরা সবাই চেয়ারম্যানের ভালোবাসার টানে শো-ডাউনে এসেছি।
এনামুল হক নামের আরেকজন বলেন, দলীয় প্রতীক ছাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সবার কদর বেড়েছে। দল-মত নির্বিশেষে সবাই উপজেলা চেয়ারম্যানের মোটরসাইকেল শো-ডাউনে যোগ দিয়েছেন। এত বড় মোটরসাইকেল শো-ডাউন উপজেলা সদরে আগে কখনও দেখিনি।
কালাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বলেন, মিনফুজুর রহমান মিলন ভাই ব্যাপক জনপ্রিয়। তিনি তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ শো-ডাউনে অনেক মোটরসাইকেল হয়েছে। দশ হাজারের ওপর নেতাকর্মী হয়েছে। এটি স্মরণকালের সবচেয়ে বড় মোটরসাইকেল শো-ডাউন। তিনি এবারও বিপুল ভোটে পাস করবেন।
কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিনফুজুর রহমান মিলন বলেন, আমি টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান। সব সময় লোকজনের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। আমাকে লোকজন এতো ভালোবাসেন তার প্রমাণ আজকে পেয়েছি।
চম্পক কুমার/এএএ