শিক্ষিকার লেখায় ‘বানান’ ভুল ধরে আলোচনায় এমপি শামীম

শিক্ষাপ্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শনে গিয়ে এক শিক্ষিকার লেখায় ‘বানান’ ভুল ধরে আলোচনায় এসেছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের বেওলাইন দাখিল মাদরাসা পরিদর্শনে যান এমপি শামীম। সেখানে ৬ষ্ঠ শ্রেণির পাঠকক্ষের ব্ল্যাক বোর্ডে ইংরেজি Consonant ‘কনসোন্যান্ট’ শব্দটি ভুল বানানে লেখা ছিল। বিষয়টি নজরে এলে তিনি ওই সময়ে ক্লাসে থাকা শিক্ষিকা শাহিনা আক্তারকে শব্দটি সঠিক বানানে লিখতে বলেন।
আরও পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শন এবং বানান ভুল ধরার ওই দৃশ্যসহ একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেন সংসদ সদস্য শামীম। পরে এটি ভাইরাল হয়ে যায়।

এ ঘটনা কুমিল্লায় বিশেষ করে বরুড়াসহ আশপাশের এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এমপির এ ভূমিকার প্রশংসা করেছেন।
মাহবুব কায়সার নামে এক অভিভাবক ঢাকা পোস্টকে বলেন, তিনি যেভাবে সবকিছু তদারকি করছেন, মনে হচ্ছে এবার ব্যতিক্রমী এমপি পেয়েছি আমরা।
গোলাম মোস্তফা নামে স্থানীয় এক চিকিৎসক ঢাকা পোস্টকে বলেন, ভিডিওতে দেখলাম এমপি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন। প্রত্যন্ত অঞ্চলে ভুল শিক্ষার কারণে অনেক শিক্ষার্থী প্রতিযোগিতার বাজারে গিয়ে হারিয়ে যায়। এমপির কঠোর অবস্থানে আমাদের ছেলে-মেয়েরা সঠিক শিক্ষা পাবে বলে আশা করি।
সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম ঢাকা পোস্টকে বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে এলাকার সমস্যাগুলোর একটি ছক তৈরি করেছি। আমি বিশ্বাস করি একটি জাতির ভাগ্য পরিবর্তনে প্রধান ভূমিকা রাখে শিক্ষা। তাই ছেলে-মেয়েদের সঠিক শিক্ষা পাওয়ার বিষয়টি আমার অন্যতম লক্ষ্য।
এমএসএ