করোনাভাইরাস পরিস্থিতি
গাজীপুরে করোনায় আরও চারজনের মৃত্যু

গাজীপুরে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে ৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭২৭ জন ও জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৩ জনে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনের দেহে নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৫২ জন, কালিয়াকৈর উপজেলায় ১২, শ্রীপুর উপজেলায় ৩, কাপাসিয়া উপজেলায় ৩ ও কালীগঞ্জ উপজেলায় ১১ জন।
তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৭২ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ৭২৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।
এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৬ হাজার ৩৭৮ জন, কালীগঞ্জে ৭৬৫, কালিয়াকৈরে ১০০৮, কাপাসিয়ায় ৬৪০ ও শ্রীপুরে ৯৩৬ জন আক্রান্ত হয়েছেন।
ডা. মো. খাইরুজ্জামান জানান, তবে এ পর্যন্ত জেলায় নতুন চারজনসহ ১৭৩ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৯৯০ জন।
শিহাব খান/এমএসআর