‘আমার দেশের মেট্রোরেল সিঙ্গাপুরের চেয়ে বেটার’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম সফিকুজ্জামান বলেন, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হয়েছে কিনা। আমি বলি, সিঙ্গাপুর বাংলাদেশের মতো হয়েছে। আমার দেশের মেট্রোরেল সিঙ্গাপুরের চেয়ে বেটার। আমরা এখন সাবমেরিন ক্যাবলের যুগে ঢুকেছি, স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছি৷ আমার এখন কর্মক্ষম মানুষ দরকার। কিন্তু ড্রামের তেল খেয়ে কি সেই কর্মক্ষম মানুষ তৈরি হবে। প্রতিদিন ঢাকা সিটিতেই ৫-১০ হাজার রোগী কেবল হার্টের চিকিৎসা করতে আসে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে ব্যবসায়ী ও অংশীজনের অংশগ্রহণে জেলা অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সফিকুজ্জামান বলেন, আমার ধারণা পৃথিবীতে সবচেয়ে বেশি গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয় এদেশে। অল্প মূল্যে বিক্রির অজুহাত দিয়ে ড্রামের তেলের ব্যবসা করছেন, অথচ ড্রামের তেল খেয়ে জনসাধারণ দুরারোগ্য বিভিন্ন ব্যধিতে আক্রান্ত হচ্ছেন। আগে আমরা দেখতাম, অবসরের পর মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, কিন্তু এখন ৩০ বছরের ছেলেদেরও অহরহ এটি হতে দেখা যাচ্ছে। তবে মিডিয়ার কল্যাণে জনসাধারণ এখন সচেতন হচ্ছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে এখন ৫০-৬০ লাখ মানুষ বসবাস করে। ঐতিহ্যগতভাবেই এই জেলার লোকেরা ব্যবসা করে থাকেন। এ জেলাতেই দেখা যাচ্ছে মশার কয়েলও নকল হচ্ছে। যেহেতু ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, তাই অসাধু ব্যবসায়ীরা সুযোগটি নিচ্ছে। এর আগে আমরা নারায়ণগঞ্জে একটি অভিযান পরিচালনা করলাম, দেখা গেল একটি প্রতিষ্ঠিত কোম্পানির সকল পণ্য সেখানে নকল করা হচ্ছে। এমন কোনো পণ্য নেই যা এদেশে নকল হচ্ছে না। সত্যিকার অর্থে যদি কেউ সৎভাবে ব্যবসা করতে চান, তিনি এদেশে টিকে থাকতে পারবেন না। হার্টের রিং, ডায়বেটিকের স্ট্রিক পর্যন্ত নকল হচ্ছে। কী ভয়াবহ ব্যাপার। আলোচিত ব্যবসায়ী খলিল যখন কম দামে মাংস বিক্রি শুরু করল, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হলো। আমরা খলিলকে স্যালুট জানাই, তাকে সংবর্ধনা দিয়েছি আমরা।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বিভাগীয় প্রধান (রোগতত্ত্ব ও গবেষণা) প্রফেসর সোহেল রেজা চৌধুরী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এসএম জহিরুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল আকতার প্রমুখ।
শিপন সিকদার/আরএআর